
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ার গাবতলীতে আব্দুর রাজ্জাক (৪৯) নামের মরহুম এক পৌর বিএনপি নেতার দুই মেয়ের লেখাপড়ার খরচ চালানোসহ পুরো পরিবারের দায়িত্ব নিলেন উপজেলা বিএনপির সদস্য পৌর মেয়র সাইফুল ইসলাম।
রবিবার সকালে মরহুম ওই বিএনপি নেতার গ্রামের বাড়ী পৌরসভাধীন ১নং ওয়ার্ডের জয়ভোগা সাইরপাড়া গ্রামে গিয়ে তাঁর বৃদ্ধ বাবা, স্ত্রী ও দুই মেয়ের সাথে কথা বলে সার্বিক খোঁজখবর নেন। মরহুম আঃ রাজ্জাকের পরিবারের পাশে থেকে অবুঝ দুই মেয়ের লেখাপড়ার খরচ চালানোসহ একজন অভিভাবকের দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দেন পৌর মেয়র সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গত ১৬জানুয়ারী রাতে উল্লেখিত বিএনপি নেতা আব্দুর রাজ্জাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।