Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে: জামায়াত আমির - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে: জামায়াত আমির

December 02, 2024 05:28:19 PM   জেলা প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা: শফিকুর রহমান বলেছেন, "মাওলানা মো. দেলোয়ার হোসেন সাইঈী সহ হাজার হাজার মানুষকে জুলুম নির্যাতন করে মারা হয়েছে। অনেক মানুষকে জোড়পূর্বক চাকরিচ্যুত করা হয়েছে। দেশের আঠারকোটি মানুষের চোখের জলে মহান আল্লাহ সাড়া দিয়ে আমাদের মুক্ত করেছেন। আজ আমরা মুক্ত বাতাসের স্বাধ নিতে পারছি। আমরা স্বাধীন"।

গতকাল সেমবার দুপুরে নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি বাজার সড়কে এক সংক্ষিপ্ত পথ সভায় তিনি এ কথা বলেন।

ডা: শফিকুর রহমান আরো বলেন, "জাতি,ধর্ম,বর্ন নির্যাতিত মানুষের রক্তে ২৪ বিপ্লব হয়েছে। তাই এ কৃতিত্ব আমাদের কারো একার নয়। এটা মহান আল্লাহর রহমত। নির্যাতিত,নিপীড়িত নিগৃহীত মানুষের ডাকে সাড়ায় আল্লাহ আমাদের জুলুমের হাত থেকে রক্ষা করেছেন। ২৪ বিপ্লব আমাদের সবার অংশগ্রহনে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মুক্ত হয়েছি। এ বিপ্লবে হাজার হাজার মানুষ প্রান দিয়েছেন। কেউ চিরতরে পঙ্গু হয়েছেন। কেউ হারিয়েছেন অঙ্গ। তাই এ দেশ হবে, মুসলিম,হিন্দু বৌদ্ধ,খ্রিস্টান সবার। এদেশে আমরা আর কোন রক্তপাত দেখতে চাইনা। যে লক্ষ্য নিয়ে দেশটা মুক্ত হয়েছে, সেই লক্ষে দেশটা হবে সন্ত্রাস,চাদাবাজ,র্দুনীতিমুক্ত একটা দেশ। তাই আসুন, আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ি"।

এরপরে দুপুরে তিনি নেছারাবাদ উপজেলার ঐতহাসিক ছারছীনা দরবারে গিয়ে মাজার জিয়ারত করেন। পরে দরবারের সবার সাথে কুশল বিনিময় করেন।