Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে হেযবুত তওহীদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্য...

ঠাকুরগাঁওয়ে হেযবুত তওহীদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

December 12, 2024 08:11:51 PM   স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁওয়ে হেযবুত তওহীদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

‘রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে ঠাকুরগাঁও জেলা শাখা হেযবুত তওহীদ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ঠাকুরগাঁও জেলা সভাপতি সোহেল রানা।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্র সরকারে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করেন হেযবুত তওহীদের মুখপাত্র  মশিউর রহমান। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের নামে দেশে যা চলছে সেই সংস্কার দিয়ে রাষ্ট্রের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। গণতান্ত্রিক ধাপ্পাবাজের সংস্কৃতির মধ্য থেকে কোন সংস্কারই বাস্তব সংকটের সমাধান হতে পারে না। তাই তিনি রাষ্ট্র সংস্কারে হেযবুত তাওহীদের ইমাম হোসেইন মোহাম্মদ সেলিমের প্রস্তাবনাকে বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র সংস্কারের আগে আমূল পরিবর্তন করতে হবে। চলমান সিস্টেমকে পাল্টাতে হবে। কেননা প্রচলিত রাষ্ট্রব্যবস্থার মধ্য দিয়ে দেশের প্রকৃত শান্তি ও স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়। হেযবুত তওহীদ সমাজকে মানবসৃষ্ট সীমাবদ্ধ জীবনব্যবস্থার পরিবর্তে আল্লাহর জীবনব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে।”

thakurgaon-audience-1.jpg

মশিউর রহমান বলেন, “স্বাধীনতার পর থেকে আমাদের দেশে সংবিধান সংশোধন, নতুন আইন প্রণয়ন এবং অনেক নির্বাচন অনুষ্ঠিত হলেও সংকটের সমাধান মেলেনি। তাই সময় এসেছে এই ত্রুটিপূর্ণ ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর বিধান অনুসারে জাতীয় জীবন পরিচালনা করা।”

“কেবল আল্লাহর দেওয়া জীবনব্যবস্থাই মানুষকে প্রকৃত মুক্তি দিতে পারে। আল্লাহ মানুষকে খলিফা বা প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহর দেওয়া জীবনব্যবস্থার চর্চার মাধ্যমেই মানুষের জীবন সত্যিকার সাফল্যে পৌঁছাবে।” -উল্লেখ করেন তিনি।

মশিউর রহমান বলেন, বর্তমান সময়ে সমাজে ক্রমবর্ধমান অন্যায়, দুর্নীতি এবং সামাজিক বিশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, “এখন সময় এসেছে এই ঔপনিবেশিক বিধান পরিত্যাগ করে আল্লাহর দেওয়া সত্যদীনকে জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করার। হেযবুত তওহীদ মনে করে, এই পথে চললেই দেশের সামাজিক এবং নৈতিক সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব।”

thakurgaon-audience-2.jpg

আলোচনা সভায় তিনি বলেন, গত ২৯ বছরে হেযবুত তওহীদের একজন সদস্যও আইনভঙ্গ করেনি, একটি অন্যায় করে নি। কিন্তু একটি উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক হেযবুত তওহীদের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকি দিয়ে আসছে এবং একাধিকবার হামলা চালিয়েছে। তারা  মিথ্যাচার এবং হামলার মাধ্যমে এই আন্দোলনকে দুর্বল করার চেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে পাঁচজন সদস্যকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য স্থির এবং মানবতার কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি সকল নাগরিক, সরকার, সুশীল সমাজ, শিক্ষাবিদ, এবং গণমাধ্যমকর্মীদের এই প্রস্তাবনাটি বিবেচনা করার আহ্বান জানান এবং আল্লাহর দেওয়া জীবনব্যবস্থার প্রতি সবার সমর্থন কামনা করেন তিনি। একই সাথে হেযবুত তওহীদের আদর্শ ও ‘রাষ্ট সংস্কারের ভিত্তি হবে ইসলাম’ এই প্রস্তাবনা সমাজের সর্বস্তরের পৌঁছে দেওয়ার জন্য সংগঠনের সদস্যদের নিঃস্বার্থভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

ঠাকুরগাঁও জেলা আইন বিষয়ক সম্পাদক মানিক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম, নীলফামারী জেলা সভাপতি নুর আলম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।