Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বংশাল থেকে তিন ছিনতাইকারী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বংশাল থেকে তিন ছিনতাইকারী গ্রেফতার

January 30, 2023 02:16:47 AM   দেশজুড়ে ডেস্ক
বংশাল থেকে তিন ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বংশাল এলাকা হতে ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার করেছে র‌্যাব-১০। রবিবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার বংশাল থানাধীন ফুলবাড়িয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মেহেদী হাসান মারুফ (১৯), মোঃ অভি (২৭) ও মোঃ জাহাঙ্গীর আলম (২২)। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু, ১টি এন্টিকাটার ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ বংশালসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।