Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নালিতাবাড়ীতে ১৪৪ ধারা ভঙ্গ করায় যুবক গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নালিতাবাড়ীতে ১৪৪ ধারা ভঙ্গ করায় যুবক গ্রেফতার

January 30, 2023 02:19:37 AM   দেশজুড়ে ডেস্ক
নালিতাবাড়ীতে ১৪৪ ধারা ভঙ্গ করায় যুবক গ্রেফতার

নালিতাবাড়ী প্রতিনিধি, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে ১৪৪ ধারা ভঙ্গ করায় এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতশনিবার বিকেলে উপজেলার কাপাসিয়া গ্রাম থেকে ওই যুবককে গ্রেফতারের পর গতকাল দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত ওই যুবকের নাম সোহেল রানা (২৫)। তিনি পৌর শহরের গড়কান্দা এলাকার শহীদুল ইসলামের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কাপাসিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ভোগদখলে থাকা ৩১ শতাংশ জমি নিয়ে ইসমাইল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। পরে এনিয়ে আদালতে  মামলা দায়ের করেন আবু বক্কর সিদ্দিক। সম্প্রতি মামলার শুনানী শেষে আদালত হতে জমি আবু বক্কর সিদ্দিককে বুঝিয়ে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নালিতাবাড়ী থানাকে নির্দেশ দেওয়া হয়। এছাড়াও ইসমাইল হোসেনসহ তাঁর সঙ্গীদের ওই জমিতে প্রবেশের ক্ষেত্রে ১৪৪ ধারা জারি করে আদালত।

পরে গত শনিবার সকালে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে আবু বক্কর সিদ্দিককে ওই জমি বুঝিয়ে দিতে যান। এসময় স্থানীয় ইউপি সদস্য আমির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি বুঝিয়ে দেওয়া হয়।

পরে দুপুরে পুলিশ চলে এলে ইসমাইলের সঙ্গীরা আবু বক্কর সিদ্দিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় আবু বক্কর সিদ্দিকের স্ত্রী কল্পনা আক্তার শিল্পীকে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেলেই সোহেল রানা নামে এক যুবককে গ্রেফতার করে।

ভুক্তভোগী নারী কল্পনা আক্তার শিল্পী বলেন, ‘আদালতের রায়ের পর পুলিশ , মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আমাদের জমি বুঝিয়ে দেন। কিন্তু পুলিশ চলে যেতেই ইসমাইলের নির্দেশে সোহেলসহ ৭/৮ জন আমাদের বাসায় হামলা চালায়। পরে আমাকে বাঁশ ও কাঠ দিয়ে বেধড়ক পিটিয়ে পুকুরে ফেলে দেয়। আমি এই সন্রাসীদের বিচার চাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোনিয়া বলেন, ভুক্তভোগী ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আদালত অবমাননা করে ১৪৪ ধারা ভঙ্গ করায় সোহেল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।