
জামালপুরের সরিষাবাড়ীতে অটো রিক্সা উল্টে গাড়ির নিচে পড়ে চালকের মৃত্যু হয়েছে৷ আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ০২নং পোগলদিঘা ইউনিয়ের ০২নং ওয়ার্ডের মানিকপটল গ্রামের নদীর ধারে থাকা সড়কে এ দূর্ঘটনটি ঘটেছে৷
এ দুর্ঘটনায় সরিষাবাড়ী উপজেলার ০২নং পোগলদিঘা ইউনিয়নের ০২নং ওয়ার্ডের মানিক পটল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহজাহান আলী নামক এক অটোরিকশা চালক নিহত হন৷
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত শাহজাহান আলী একজন অটোরিক্সা চালক ছিলেন৷ প্রতিদিনের মতো তিনি আজও সরিষাবাড়ী বাজার থেকে যাত্রী নিয়ে মানিক পটল গ্রামের উদ্দেশ্যে রওনা দেন৷ এসময় মানিক পটল বাজারের সামনে থাকা ভাঙ্গা রাস্তায় পৌঁছালে তিনি অটোরিক্সাতে থাকা যাত্রীদের অটো রিক্সা থেকে নামিয়ে দেন৷ পরে গাড়িটি ঘুরতে গেলে রাস্তা থেকে গাড়িটি রাস্তার পাশে থাকা নদীতে উলটে যায়৷ এসময় শাহজাহান আলী অটোরিক্সার নিচে পড়ে গুরুতর আহত হয়৷
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী স্থানীয় চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৫০শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন৷ জামালপুর হাসপাতলে নেওয়ার জন্য তাকে গাড়িতে উঠলে গাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন৷
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দেবাশীষ রাজবংশী প্রতিবেদককে বলেন, শাহজাহান আলী গুরুতর আহত হয় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসলে৷ আমরা তাকে স্থানীয় চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে বদলি করি৷ জামালপুরের যাওয়ার জন্য গাড়িতে ওঠানো হলে তিনি গাড়িতেই মৃত্যুবরণ করেন৷