Date: May 02, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / অপসংস্কৃতি রুখে দিতে সুস্থ সংস্কৃতির চর্চা আবশ্যক: জামালপুরে মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর অনুষ্ঠানে বক্তারা - দৈনিক দেশেরপত্র...

অপসংস্কৃতি রুখে দিতে সুস্থ সংস্কৃতির চর্চা আবশ্যক: জামালপুরে মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর অনুষ্ঠানে বক্তারা

March 08, 2024 09:22:57 PM   জেলা প্রতিনিধি
অপসংস্কৃতি রুখে দিতে সুস্থ সংস্কৃতির চর্চা আবশ্যক: জামালপুরে মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর অনুষ্ঠানে বক্তারা

মো. হোসাইন আলী:
অপসংস্কৃতির আগ্রাসনের হাত থকে দেশীয় সংস্কৃতিকে রক্ষা করতে এবং সাংস্কৃতিক জগতে একটি জাগরণ সৃষ্টি করতে সুস্থ সংস্কৃতি চর্চায় দীর্ঘদীন যাবৎ সারাদেশে কাজ করে যাচ্ছে মাটি সাংস্কৃতিক গোষ্ঠী।

এরই ধারাবাহিকতায় ‘সংস্কৃতি চর্চার হাত ধরে আসুক নবজাগরণ’ এই শ্লোগানে জামালপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মাটি সাংস্কৃতিক গোষ্ঠী।

শুক্রবার (৮ মার্চ) বিকালদ ৩ টায় জামালপুর শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর জামালপুর জেলা সভাপতি সুলতানা ইয়াসমিন সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাংস্কৃতিক ফোরামের জামালপুর জেলা সভাপতি  সৈয়দ আতিকুর রহমান ছানা। মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রিয়াদুল হাসান।

Jamalpur 2
সংগঠনটির সদস্য অনামকি হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মেজবাউল ইসলাম, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক সিরাজুল ইসলাম চৌধুরী, জামালপুর কাব্যকথা আবৃত্তি একাডেমির পরিচালক রবিউল ইসলাম রাসেল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর ময়মনসিংহ বিভাগের উপদেষ্টা রহমতুল্লাহ রানা, জামালপুর জেলার উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর ময়মনসিংহ বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা আক্তার, রাজশাহী বিভাগের উপদেষ্টা আশেক মাহমুদ, রংপুর বিভাগের উপদেষ্টা আব্দুল কুদ্দুস শামীম। 

বক্তারা বলেন, সংস্কৃতিই পারে মানুষকে মনের দিক থেকে বদলে দিতে এবং আত্মজাগরণ ঘটাতে। সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণদের অন্যায়, অবিচার, অশান্তি, মাদক থেকে বিরত রাকা সম্ভব। ব্যাপকভাকে সুস্থ সংস্কৃতির প্রসার ঘটাতে না পারলে অপসংস্কৃতি তারুণ্য শক্তিকে গ্রাস করবে।

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর এক ঝাঁক শিল্পী। মাতিয়ে তোলেন পুরো অডিটোরিয়াম। গানের কথা আর সুরে সুরে সমাজ সভ্যতা পরিবর্তনে মাটি-সাংস্কৃতিক গোষ্ঠী যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে তার ভূয়সী প্রশংসা করেন আগত অতিথিরা।