Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / অপহরণের ৫দিন পর গজারি বন থেকে স্কুল ছাত্রের বিজয়ের অর্ধগলিত লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অপহরণের ৫দিন পর গজারি বন থেকে স্কুল ছাত্রের বিজয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

October 02, 2023 09:00:12 PM   উপজেলা প্রতিনিধি
অপহরণের ৫দিন পর গজারি বন থেকে স্কুল ছাত্রের বিজয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্র অপহরণের পাঁচদিন পর স্কুলছাত্রের দ্বিখণ্ডিত অর্ধগলিত লাশ গভীর গজারি বন থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পঁচে গলে দুর্গন্ধ ছড়ানোর পর স্থানীয়রা গজারি বনের ভেতর শিয়ালে খাওয়া মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ ও পরিবারের ধারণা মুক্তি পনের টাকা না পেয়ে  স্কুলছাত্রকে খুন করা হয়েছে।

রবিবার(১ অক্টোবর) বিকালে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকায় একটি কেমিক্যাল কারখানার পাশে গভীর গজারি বনের ভেতর থেকে ওই স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

অপহৃত স্কুল ছাত্র রামিমুল হাসান বিজয় (১৪) শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের রোমান বেপারীর ছেলে। সে স্থানীয় শতদল কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় বাসিন্দারা জানান, শ্রীপুর গোসিঙ্গা পাকাসড়ক দিয়ে যাতায়াত করার সময় পঁচা দুর্গন্ধ ছড়ানোর পর
আমরা কয়েকজন বিষয়টি স্থানীয় আরও অন্যান্যদের অবহিত করলে স্থানীয়রা গভীর জঙ্গলে গিয়ে ওই শিশুর গলাকাটা মৃতদেহ দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে শিয়ালে খাওয়া পঁচাগলা দুর্গন্ধ যুক্ত মৃতদেহ উদ্ধার করেছে।

সরজমিনে গিয়ে দেখাযায়, মরদেহটি গভীর গজারি বনের ভেতর পড়ে রয়েছে। মাথা থেকে শরীর বিচ্ছিন্ন রয়েছে। পেটের নাড়ীভুঁড়ি কোন কিছুই নেই। অবশিষ্ট রয়েছে শুধু হাড্ডি আর মাথা। কোমড়ের উপরের অংশ শিয়াল কুকুরে খাওয়া।

অপহৃত শিশুর বাবা রোমান বেপারী অভিযোগ করে বলেন, গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল তিনটার দিকে বাড়ির পাশ থেকে আমার ছেলেকে অজ্ঞাত নামা অপহরণকারীরা তুলে নিয়ে যায়। খবর পেয়ে আত্নীয় স্বজনসহ সকলকে বিষয়টি অবহিত করি। এরপর সকলের পরামর্শে থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করি। অপহরণের পরের দিন ২৭ সেপ্টেম্বর অপহরণকারীরা আমার মোবাইল নাম্বারে ফোন দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।বিষয়টি পুলিশকে জানালেও আমার সন্তানকে উদ্ধারে পুলিশ যথেষ্ট গাফিলতি করেছে। আমরা থানায় গেলে পুলিশ তেমন সহযোগিতা করেনি। যাঁর কারণে আজ আমার সন্তানকে ওঁরা খুন করতে সাহস পেয়েছে। যে কারনে শিয়ালে খাওয়া পঁচা দুর্গন্ধযুক্ত মৃতদের মিললো গভীর গজারি বনের ভেতর। তিনি আরও জানান,তিনি আরও জানান, মুক্তিপণের ১০ লাখ টাকা নেত্রকোনা জেলার সুষম দুর্গাপুর নিয়ে যেতে বলে। এই বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে মোবাইল ফোন বন্ধ করে দেয়। এরপর থেকে কোন যোগাযোগ নাই। সকল বিষয়গুলো আমি থানা পুলিশকে অবহিত করেছি। কিন্তু পুলিশ গুরুত্ব দেয়নি। আমরা এনিয়ে শঙ্কিত ছিলাম। আজ তাই হলো।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীপুর থানা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, নিহত স্কুলছাত্রের বাবার কাছ থেকে সুকৌশলে টাকা পয়সা হাতিয়ে নিতে নিহতের চাচা জুয়েল বেপারি তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর টাকা না পেয়ে স্কুলছাত্রকে গলাকেটে হত্যা করে। তিনি আরও জানান, নিহত স্কুলছাত্রের চাচা জুয়েল নিজেকে বাঁচাতে, নিজেই বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি জিডি করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত স্কুলছাত্রের পঁচাগলা শিয়ালে খাওয়া দুর্গন্ধযুক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিহত স্কুলছাত্রের কয়েকজন স্বজনকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে নিহতের চাচা জুয়েল বেপারিও রয়েছে। কি কারণে স্কুলছাত্রকে তুলে নিয়ে গলাকেটে হত্যা করলো তা দ্রুত সময়ের মধ্যে বের হয়ে আসবে। তিনি জানান ধারণা করা হচ্ছে গত ৩/৪দিন পূর্বে শিশুটিকে খুন করেছে অপহরণকারীরা।

উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলার চন্নাপাড়া গ্রামের বাড়ি থেকে অপহৃত হয় স্কুলছাত্র বিজয়।