
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
অবৈধ ইস্কুভেটর (ভেকু) মেশিন মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করার প্রতিবাদে রৌমারীর ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধ করেছে মালিকরা। পরে প্রতিবাদকারীরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দেন তারা।
রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা চত্বরে এসকে বেটার (ভেকু) মালিক সমিতির আয়োজনে এ মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য রাখেন, ভেকু মালিক আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, বাবু মিয়া ও সোলাইমানসহ অনেকেই।
এ সময় বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বী (ভারঃ) যোগদান করার পর থেকে বিভিন্ন স্থানে নষ্ট ভেকু জমি সমান করণ ভেকু, রাস্তার মাটি কাটার ভেকুগুলোর বিভিন্ন সময়ে জরিমানা করেন । জরিমানার টাকা না দিলে নানা প্রকার ভয়ভীতি দেখান।
উল্লেখ্য গত শনিবার বিকাল ৪ ঘটিকার সময়ে ধনারচর চরের গ্রাম নামকস্থানে মানুষের বাড়ি ভিটা মাটিকাটার ব্যস্ত থাকার ভেকুটি এবিএম সারোয়ার রাাব্বী ঘটনাপস্থলে এসে ভেকুটি বন্ধ করে দেন এবং ভেকু মালিক সোলায়মানের নিকট ২ লাখ টাকা জরিমানা করেন অনাদায়ে ৩ মাসের জেল দেওয়া হবে বলে জানান। পরে যাদুরচর ইউপি চেয়ারম্যান শরবেস আলীর মধ্যস্তায় এক লক্ষ টাকা দিয়ে ভেকুর মালি সোলায়মান রেহাই পান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোযার রাব্বী (ভারঃ) বলেন, তারা অবৈধভাবে দীর্ঘদিন থেকে ফসলি জমি, নদী ও রাস্তা কেটে মাটির ব্যবসা করে আসছিল এতে পরিবেশের পাশাপাশি জনসাধারণেন ক্ষতি হচ্ছে । এক সংবাদের ভিত্তিতে আমি ঘটনাস্তলে গিয়ে সরকারের মোবাইলকোর্ট বিধিমালা অনুযারী তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছি।