
অর্থনীতিতে ২০২৪ সালের নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন অধ্যাপক—ড্যারন আসেমোগলু, সিমন জনসন এবং জেমস এ রবিনসন। তারা সামাজিক প্রতিষ্ঠানগুলোর গঠন ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ওপর সেগুলোর প্রভাব নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার লাভ করেছেন।
রয়েল সুইডিশ অ্যাকাডেমি জানায়, এই গবেষণায় তারা দেখিয়েছেন কীভাবে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী সমাজ তৈরি করতে পারে এবং উন্নয়নকে প্রভাবিত করে। বিশেষ করে, আইনের দুর্বল শাসন এবং শোষণকারী প্রতিষ্ঠানগুলো কেন উন্নতি আনতে ব্যর্থ হয়, তা তাদের গবেষণা ব্যাখ্যা করেছে।
ড্যারন আসেমোগলুর জন্ম তুরস্কের ইস্তানবুলে এবং তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে অধ্যাপক হিসেবে কর্মরত। সিমন জনসনের জন্ম যুক্তরাজ্যে এবং তিনিও এমআইটিতে অধ্যাপনা করেন। জেমস এ রবিনসন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক।
নোবেল পুরস্কারের এই স্বীকৃতি ১৯৬৮ সাল থেকে অর্থনীতিতে প্রদান করা হচ্ছে। এই পুরস্কারের অধীনে বিজয়ীরা একটি সনদ, একটি স্বর্ণপদক এবং আর্থিক পুরস্কার লাভ করেন।