Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় : রেলমন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় : রেলমন্ত্রী

July 08, 2022 06:17:10 AM  
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় : রেলমন্ত্রী

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা:
রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।  মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশে আর কেউ গৃহহীন থাকবে না। আগামী ৩১ জুলাই পঞ্চগড় জেলাকে গৃহহীন জেলা হিসেবে ঘোষণা করা হবে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তি টাকা দ্রুত সময়ের মধ্যে প্রেরণ করছেন।

তিনি আরও বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন এদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা নানান রকমের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারা দেশের ভালোটা চান না। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাক তা তারা চায় না। আওয়ামীলীগ ক্ষমতায় এসেছেন জনগণের ভোটে। এ দেশের জনগণ সকল ক্ষমতার উৎস। দেশের উন্নয়নের স্বার্থে এদেশের সাধারণ জনগণকে এক্যবন্ধ থাকতে হবে। সাধারণ জনগন যদি ঐক্যবন্ধ থাকেন তাহলে আবারও নৌকা মাকায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে পুনরায় দেশ পরিচালনার সুযোগ করে দিবেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রেলপথমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ১শত তিন জন উপকারভোগী সদস্যের মাঝে ৫ লক্ষ ২৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাউস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আজাহার আলীসহ দলীয় নেতাকর্মী ও উপকারভোগী সদস্যরা উপ্িস্থত ছিলেন। অনুদানের চেক বিতরণ শেষে রেলপথমন্ত্রী এডিপি-২০২১-২০২২ অর্থ বছরে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার বিভিন্ন স্কুলের ৭০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও বিভিন্ন স্কুল ও কলেজে সঙ্গীন বাদ্যযন্ত্র ও খেলার সামগ্রী বিতরণ করেন।