
আক্কেলপুর প্রতিনিধি, জয়পুরহাট:
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দুর্গাপূজা উদযাপন করতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন থানার তদন্ত কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কাজী মাকামাম মাহমুদা, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা, পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর চৌধুরী বাদশা, জেলা জামায়াতে ইসলামীর সংগঠন ও পরিকল্পনা প্রচার সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মাহফুজ আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমান, এবং ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল কাদের সহ বিভিন্ন মন্দিরের পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম বলেন, “আসন্ন শারদীয় দুর্গোৎসব সম্প্রীতি রক্ষার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হবে। এছাড়া, পূজায় ডিজে পার্টি ও মাদকের ব্যবহার রোধ করতে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, “এবার মন্দিরে ২৪ ঘণ্টা আনসার সদস্যরা মোতায়েন থাকবে, পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশও দায়িত্ব পালন করবে।”
উল্লেখ্য, এ বছর আক্কেলপুর উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে মোট ৩৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।