
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, আক্কেলপুর থানা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান একে একে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক, চেয়ারম্যান রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ ও জয়পুরহাট চেম্বার অব কমার্স এর সভাপতি মোঃ আহসান কবীর এল্পব, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মৌসুমি হক, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা মলি, আওয়ামী লীগ নেতা হাফিজার রহমানসহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সূধীজন ও সরকারের বিভিন্ন দফতরের প্রধানগণ। আলোচনা সভা শেষে ৭৩টি গাছের চারা রোপন করা হয়।