Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

April 18, 2025 08:17:41 PM   অনলাইন ডেস্ক
আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সাজিদুর রহমান, কুবি:
দীর্ঘ চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) শুরু হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষা। গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে এসে এবার বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থায় এই পরীক্ষার আয়োজন করছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এবার স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হবে—প্রথম ধাপ আগামীকাল ১৯ এপ্রিল এবং দ্বিতীয় ধাপ আগামী ৩ মে। এ পরীক্ষায় অংশ নিতে সারাদেশ থেকে হাজার হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী ইতোমধ্যে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এসে পৌঁছেছেন।

গুচ্ছ পদ্ধতিতে দীর্ঘদিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবার ফিরে এসেছে নিজস্ব পদ্ধতিতে। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আহ্বায়ক ড. প্রদীপ দেবনাথ জানান, একটি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার, সবই গ্রহণ করা হয়েছে। তিনি আশাবাদী, আগামীকাল একটি শিক্ষার্থীবান্ধব, সুষ্ঠু ও নিরপেক্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, প্রশাসনিক দফতর এবং স্বেচ্ছাসেবক টিম একযোগে কাজ করছে।

তিনি আরও জানান, পরীক্ষার হলে কেউ যেন ইলেক্ট্রনিক ডিভাইস, মোবাইল ফোন বা ইলেক্ট্রনিক ঘড়ি নিয়ে প্রবেশ না করে তা নিশ্চিত করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, প্রক্টর টিম, বিএনসিসি, রোভার স্কাউট, আনসার এবং স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের আহ্বায়ক ড. মোহাম্মদ আহসান উল্যাহ জানান, চার বছর পর আবারও স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে এবং সেশনজটও হ্রাস পাবে। প্রশ্নপত্র প্রস্তুতিসহ সার্বিক নিরাপত্তার বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, নিরাপত্তা জোরদারে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনসিসি ও রোভার স্কাউটসের ইউনিটগুলো দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩২ হাজার ৬৫৮টি এবং ‘সি’ ইউনিটে (ব্যবসা শিক্ষা অনুষদ) ৯ হাজার ৯৫২টি আবেদন জমা পড়েছে। ‘এ’ ইউনিটের আসন সংখ্যা ৩৫০টি এবং ‘সি’ ইউনিটের আসন সংখ্যা ২৪০টি। ফলে ‘এ’ ইউনিটের একটি আসনের বিপরীতে লড়বে ৯৩ জন এবং ‘সি’ ইউনিটে লড়বে ৪১ জন।