
রাজধানীর আজিমপুরে ডাকাতি ও আট মাস বয়সী শিশু আরিসা জান্নাত জাইফাকে অপহরণের ঘটনায় র্যাব-১০ এর অভিযানে ২৪ ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের মূল পরিকল্পনাকারী মোছা. ফাতেমা আক্তার শাপলা (২৭) কে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৫ নভেম্বর সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার সংলগ্ন গলিতে ফারজানা আক্তারের বাসায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল নগদ অর্থ, স্বর্ণালংকার লুটের পাশাপাশি আট মাস বয়সী শিশু জাইফাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনাটি দ্রুতই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে।
আরও জানা যায়, ফাতেমা আক্তার এক সপ্তাহ আগে রাইসা নামের ভুয়া পরিচয়ে ভিকটিম ফারজানার সঙ্গে পরিচিত হন। নিজেকে অবিবাহিত এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পরিচয় দিয়ে তিনি বাসায় সাবলেট থাকার প্রস্তাব দেন। ফারজানা, তার সন্তান দেখভালের সুবিধার্থে তাকে বাসায় থাকার অনুমতি দেন। ১৪ নভেম্বর রাতে বাসায় থাকার পর, পরদিন সকালে ফাতেমা তার কথিত চাচাতো ভাইসহ তিনজনকে নিয়ে বাসায় আসেন। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ফারজানাকে বেঁধে রেখে বাসার মূল্যবান জিনিসপত্র লুট করেন এবং শিশু জাইফাকে নিয়ে পালিয়ে যান।
র্যাব-১০ জানায়, ঘটনার পরপরই তদন্ত শুরু করে তারা। তথ্যপ্রযুক্তির সহায়তায় মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং ফাতেমা আক্তার শাপলাকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে ফাতেমা ডাকাতি ও অপহরণের পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তিনি জানান, শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করলেও ঘটনার প্রচারিত হওয়ার কারণে তা সম্ভব হয়নি।
ফাতেমা আক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাব-১০ সূত্র জানিয়েছে। এদিকে, শিশুটির নিরাপদে উদ্ধারে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার র্যাব-১০ কে ধন্যবাদ জানিয়েছেন।