Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নেত্রকোণা জামায়াতের বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নেত্রকোণা জামায়াতের বিক্ষোভ

February 18, 2025 08:05:13 PM   উপজেলা প্রতিনিধি
আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নেত্রকোণা জামায়াতের বিক্ষোভ

নেত্রকোণা সদর সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় জেলা কালেক্টরেট মাঠে নেত্রকোণা জেলা জামায়াত এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এবং সঞ্চালনা করেন মাওলানা মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা জামায়াতের আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক।
এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন সাঈফুল, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূঁইয়া, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ওয়ালি উল্লাহ, কলমাকান্দা জামায়াতের আমির মাওলানা আবুল হাসিম।
বক্তারা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়ে বলেন, তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে। তারা আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমনের অপচেষ্টা জনগণ রুখে দেবে।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যা শহীদ মিনার হয়ে তেরি বাজার ও বড় বাজার প্রদক্ষিণ করে সদর উপজেলার মাঠে গিয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হয়।