Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আত্রাইয়ে তিন দিনে পানিতে তলিয়ে গেছে প্রায় চার হাজার বিঘা জমির ধান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আত্রাইয়ে তিন দিনে পানিতে তলিয়ে গেছে প্রায় চার হাজার বিঘা জমির ধান

September 29, 2023 08:30:28 PM   উপজেলা প্রতিনিধি
আত্রাইয়ে তিন দিনে পানিতে তলিয়ে গেছে প্রায় চার হাজার বিঘা জমির ধান

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপদ সিমার তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। মঙ্গলবার রাত থেকে একের পর এক বেড়িবাঁধ এবং পাকা সড়ক ভেঙ্গে যাওয়ায় প্রবল বেগে সাঠে পানি ঢুকে পরছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার আটটি ইউনিয়নের প্রায় ১২হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছে। পানির নিচে তলে গেছে প্রায় চার হাজার বিঘা জমির পাকা আউশ ধান এবং রোপনকৃত আমন ধান।

এছাড়া বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন করে আত্রাই উপজেলার অন্তত আরো তিনটি স্থানে বেড়িবাঁধকাম পাকা সড়ক ভেঙ্গে যাওয়ায় আত্রাই উপজেলা সদরের সাথে পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরেছে। পানির তোরে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যাওয়ায় বেশ কয়েকটি এলাকা গত দুইদিন ধরে বিদ্যুতহীন হয়ে পরেছে। ফলে চরম দূর্ভোগে পরেছে বন্যা দূর্গত এলাকার জনসাধারণ।

আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আমজাদ হোসেন বলেন, আত্রাই নদীর কাশিয়াবাড়ী-সমসপাড়া বেড়িবাঁধ কাম পাকা সড়কের বলরামচক শ্মশান ঘাট এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ভেঙ্গে যায়। এতে মাঠে প্রবল বেগে পানি ঢুকে পরায় বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত শিমুলগুচি,জামগ্রাম, লাগবেড়ি, পালশা, নৈদীঘি, মাঝগ্রাম, কচুয়া, বড়সাওতা, পইসাওতা, সোনাইডাঙ্গা, বাঁকা, কাশিয়াবাড়ীসহ কয়েকটি মাঠের পাকা আউশ ধান এবং রোপনকৃত আমন ধান পানির নিচে নিমজ্জিত হয়েছে। এছাড়া পাকা সড়ক ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে।

বলরামচক চৌধুরী পাড়া গ্রামের আব্দুল মান্নান বলেন, পানির তোরে বিদ্যুতের তিনটি খুঁটি ভেঙ্গে যাওয়ায় দুই দিন ধরে বিদ্যু’ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। নৈদীঘি গ্রামের জামশেদ আলী শেখ বলেন,তার মাঠের সমস্ত আমন ধান পানির নিচে তলে গেছে। এর মধ্যে তারও ৬বিঘা জমির ধান রয়েছে। এছাড়া ওই এলাকার অধিকাংশ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পরেছে।

জগদাস গ্রামের সাইফুল ইসলাম বলেন, নদীতে প্রবল পানির চাপে বুধবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ আত্রাই-সিংড়া পাকা সড়কের জগদাস বটতলি নামকস্থানে এবং এর সামান্য অদুরে শিকারপুর নামকস্থানে পাকা সড়ক ভেঙ্গে যায়। এতে আত্রাই উপজেলা সদরের সাথে উপজেলার পূর্বাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। সড়ক ভেঙ্গে রাত থেকে ওই এলাকারজগদাস, খঞ্জর, বাকিওলমা, ওলমা, বিপ্রোবোয়ালিয়া ও জয়সারাসহ কয়েকটি মাঠের পাকা আউশ এবং রোপনকৃত আমন ধান পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এছাড়া পুকুর ডুবে মাছ ভেসে গেছে।

আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত কুন্ডু বলেন, বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পানিতে প্রায় দুই হাজার বিঘা জমির ধান আক্রান্ত হয়েছে। কিন্তু নতুন করে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় শুক্রবার দুপুর পর্যন্ত আরো এক হাজার ৬৩৭বিঘাসহ মোট তিন হাজার ৬৩৭ বিঘা জমির ধান বন্যার পানিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বেশ কিছু পাকা আউশ ধানও রয়েছে।

আত্রাই উপজেলা পল্লীবিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল আলিম বলেন, বন্যার পানির তোরে বান্দাইখাড়া, কাশিয়াবাড়ী, বলরামচক, পাঁচুপুর, জগদাসসহ কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। ইতি মধ্যে প্রায় অধিকাংশ এলাকায় বিদ্যু’সংযোগ স্বাভাবিক রাখতে পারলেও কাশিয়াবাড়ী, বলরামচক ,বলরামচক চৌধুরীপাড়া এলাকায় এখনো সংযোগ দেয়া যায়নি।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, উপজেলার আটটি ইউনিয়নের কম-বেশি অনেক গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০/১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছে। বন্যা দূর্গতদের সহায়তা করতে ইতি মধ্যে ১৬ মেট্রিকটন চাল বরাদ্ধ পাওয়া গেছে। চাহিদা অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড নওগাঁর উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার পাল জানান, বৃহস্পতিবার রাত থেকে নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে।তার পরেও শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আত্রাই নদীর আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে বিপদসীমার তিন সেন্টিমিার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদীর যে কয়েকটি স্থানে ভেঙ্গে গেছে,সেগুলো মেরামতে কাজ চলছে। এর আগে বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ আত্রাই নদীর নন্দনালী বেড়িবাঁধ ভেঙ্গে যায় এবং আত্রাই-বান্দাইখাড়া পাকা সড়কের নন্দনালী সরদারপাড়া তালতলা এলাকায় পাকা সড়ক পানির তোরে ভেঙ্গে যায়। এছাড়া বুধবার গভীর রাতে রাণীনগর উপজেলার নান্দাইবাড়ী হাফেজিয়া মাদ্রাসা এলাকায় নদীর বেড়িবাঁধ এবং এর আধা কিলোমিটার দুরেই দক্ষিন নান্দাই বাড়ীর বেরিবাধ ভেঙ্গে যায়।এছাড়া বুধবার বিকেলে আত্রাই-নওগাঁ সড়কের নান্দাইবাড়ী নামকস্থানে পাকা সড়ক ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়।