
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
"মশামাছি নিধন করি, রোগমুক্ত খামার গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় ল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে করণীয় বিষয়ে খামারিদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদ রক্ষায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে বুধবার উপজেলার বিশা ইউনিয়ন পরিষদে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা পরিষদচেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।
এছাড়া ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে করণীয় বিষয়ে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন উপজেলা প্রাণি সম্পদ দপ্তর কর্মকর্তা ডাঃ আবু আনাছ।সভায় এলাকার খামারি,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।