
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে গরু চুরি করে পালানোর সময় তিন জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শনিবার বিকেলে উপজেলার রসুলপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, শনিবার বিকেলে রসুলপুর পূর্বপাড়া গ্রামের সেকেন্দার সরদারের ছেলে বিমান সরদারের একটি গরুর বাছুর চুরি করে সিএনজি যোগে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে ধাওয়া করে তিন জনকে আটক করে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় গরুরু মালিক বিমান সরদার বাদী হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওই মামলায় আটক বগুড়ার সান্তাহার ইয়ার্ড কলোনি এলাকার মৃত মমেন মন্ডলের ছেলে জাবেদ মন্ডল (২৬) ও নাহিদ মন্ডল (২০) এবং একই গ্রামের সেলিম খাঁনের ছেলে জয় খাঁন (২৫) কে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।