
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে সরকারী নির্দেশনা অমান্য করে বিদ্যুৎ এর আলো জালিয়ে রাত আটটার পর দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরো দুই দোকানিকে জরিমানা করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার নওদুলি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে রোববার রাতে সাহেব গঞ্জ বাজারে দুই দোকানদারকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী অনিক ইসলাম বলেন, সারাদেশে বিদু্যৎ ও জালানি সাশ্রয়ে রাত আটটার পর সকল ধরনের দোকানপাট ও আলোকসজ্জা বন্ধে সরকার নির্দেশনা জারি করেছেন। সেই নির্দেশনা মেনে চলতে উপজেলা জুরে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচার প্রচারনা চালানো হয়েছে। কিন্তু এর পরেও সরকারী নির্দেশনা অমান্য করে রাত আটটার পর বিদু্যতের আলো জালিয়ে দোকান খোলা রাখায় সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় নওদুলি বাজারে সাদ্দাম হোসেনের নিউ ফ্যাশন হাউজ গার্মেন্টস দোকান এবং একই বাজারে আব্দুর রাজ্জাকের মুদি দোকান খোলা রাখায় শ্রম আইনে দুই দোকানিকে চার হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।