Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / আত্রাইয়ে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেপ্তার ৭ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আত্রাইয়ে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেপ্তার ৭

July 19, 2022 06:56:24 AM  
আত্রাইয়ে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেপ্তার ৭

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা:
নওগাঁর আত্রাই থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ, নারী/শিশু ও মাদক মামলাসহ কয়েকটি মামলায় ৭জনকে গ্রেপ্তার করেছে। রোববার রাতে ও সোমবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় এক মাদক কারবারীর নিকট থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার বিলগড়িয়া গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে কামরম্নজ্জামান (২৩) কে দায়েরকৃত ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়।

এছাড়া কাশবপুর গ্রামের শুকচাঁন আলীর ছেলে ইনতাজ আলী কে নারী/শিশু মামলায় এবং গ্রেপ্তারী পরোয়ানা মূলে একই গ্রামের খোদা বক্সের স্ত্রী রিতা বেগম (৩০) কে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই গ্রেপ্তারী পরোয়ানা মূলে হাটকালু পাড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে শাহিন আলম ও সুটকিগাছা গ্রামের কাশেম আলীর ছেলে বেলাল হোসেন এবং সন্যাসবাড়ী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রেজাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকালে ইফতেখার ওরফে বিলাশ (২৫) কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক ইফতেখারের বিরম্নদ্ধে মাদক মামলা রম্নজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।