
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে গ্রাম্য শালিসে গৃহবধুকে নির্যাতন এবং জরিমানার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে ভুক্তভোগী ওই গৃহবধু বাদী হয়ে এজাহার নামীয় ১০জন ও অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানাপুলিশ অভিযান চালিয়ে রাতেই ইউপি মেম্বারসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
দায়েরকৃত মামলার বরাদ দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) লুৎফর রহমান বলেন, উপজেলার হাতিয়া পাড়া গ্রামের সাদ্দাম হোসেন প্রত্যন্ত অঞ্চলের জনৈক গৃহবধুর কিশোরী মেয়ের অজান্তে মোবাইলে ছবি তুলে এডিট করে কয়েকজনকে দেখায়। এর জের ধরে গত রোববার রাতে হাতিয়া পাড়াগ্রামে শালিস বসায় গ্রামের আব্দুস ছালামসহ মাতাব্বর প্রধানরা। কিশোরির গোপন ছবি ধারণে মায়ের সহযোগিতা আছে এমন অভিযোগ তুলে ওই গৃহবধুকে ১৫ হাজার টাকা জরিমানা করে। জরিমানার টাকা দিতে না পারায় রাতেই বাড়ী থেকে ফ্রিজ টেনে বের করে নিয়ে যায় মাতাব্বররা।
এছাড়া ওই শালিসে গৃহবধুর স্বামীকে দিয়ে ১০টি বেত্রাঘাত করায় এবং মোবাইলে ছবি ধারণ করা যুবক সাদ্দামকে দুই হাজার টাকা জরিমানা এবং ৫টি বেত্রাঘাত করে। তবে সোমবার রাতে মাতাব্বররা নিয়ে যাওয়া ফ্রিজ ফেরৎ দেয়। এ ঘটনায় নির্যাতিত গৃহবধু বৃধবার রাতে স্থানীয় ইউপি মেম্বারসহ ১০জনকে এজাহার নামীয় এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।
মামলা প্রেক্ষিত রাতেই অভিযান চালিয়ে স্থানীয় ইউপি মেম্বার এলাকার মাগুড়া পাড়া গ্রামের মৃত আলিম উদ্দীনের ছেলে ইসমাইল হোসেন চেরু (৫০), হাতিয়াপাড়া গ্রামের বাবলু মোল্লার ছেলে রুহুল মোল্লা(২০) ও একই গ্রামের মানিক সরদারের ছেলে তোফাজ্জল সরদার (৫০) কে গ্রেফতার করা হয়।
আত্রাই থানার নবাগত ওসি মো: তারেকুর রহমান সরকার বলেন, ভুক্তভোগী গৃহবধু বুধবার রাতে মামলা দায়ের করেছেন। ওই মামলায় ইউপি মেম্বারসহ তিনজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পলাতক আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।