
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে সরকারী নির্দেশনা অমান্য করে বিদ্যুতের আলো জালিয়ে রাত আটটারপরদোকান খোলা রাখায়ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দোকানিকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববাার রাতে উপজেলার সাহেবগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী অনিক ইসলাম বলেন, সারাদেশে বিদ্যুৎ ও জালানি সাশ্রয়ে রাত আটটার পর সকল ধরনের দোকানপাট ও আলোকসজ্জা বন্ধে সরকার নির্দেশনা জারি করেছেন। সেই নির্দেশনা মেনে চলতে উপজেলা জুরে মাইকিং সহ বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালানো হয়েছে। কিন্তু এর পরেও সরকারী নির্দেশনা অমান্য করে রাত আটটার পর বিদ্যুতের আলো জালিয়ে দোকান খোলা রাখায় রোববার রাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় সাহেবগঞ্জ বাজারে সখিন হালাদারের অঞ্জলি জুয়েলার্স এবং একই বাজারে রাসেল আহমেদের ষ্টেশনারী দোকান খোলা রাখায় শ্রম আইনে দুই দোকানিকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।