.jpg)
রাণীনগর সংবাদদাতা, নওগাঁ:
নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের অভিযান চালিয়ে হেরোইনসহ শরিফুল ইসলাম( ৩৪) নামে এক যুবককে আটক করেছে শশুক্রবার রাতে উপজেলার পার-কাসুন্দা সুনির মোড় থেকে তাকে আটক করা হয়। আটক শরিফুল ইসলাম পার কাসুন্দা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
আত্রাই থানাপুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে থানাপুলিশ। আত্রাই থানার ওসি তারেকুর রহমান এসময় মাদক বিক্রিকালে শরিফুলকে আটক করেন। আটককালে তার নিকট থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই শরিফুলের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।