.jpg)
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা:
নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে ২৫০গ্রাম গাঁজাসহ আলতাফ প্রামানিক (৪৫) নামে এক জনকে আটক করেছে। আটক আলতাফ উপজেলার চৌধুরী ভবানীপুর গ্রামের মৃত জহির প্রামানিকের ছেলে।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার চৌধুরী ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় আলতাফ প্রামানিককে ২৫০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।