Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / আন্দোলনের মুখে সাভারের ৬০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আন্দোলনের মুখে সাভারের ৬০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা

September 04, 2024 07:08:52 PM   অনলাইন ডেস্ক
আন্দোলনের মুখে সাভারের ৬০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা

সাভারের আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের জেরে অন্তত ৬০টি পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বড় কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। ছুটি ঘোষণার পর কিছু কারখানায় শ্রমিকরা হট্টগোল করেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার জিরাবো, ঘোষবাগ, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, সরকার মার্কেট এবং পল্লিবিদ্যুৎ এলাকায় শ্রমিক বিক্ষোভের সূত্রপাত হয়। এর পরিপ্রেক্ষিতে কারখানাগুলো সাধারণ ছুটি ঘোষণা করে।

শ্রমিকদের দাবি, টানা কয়েকদিন ধরে বিক্ষোভ চললেও মালিকপক্ষ আংশিক দাবি মেনে নিলেও সব দাবি মেনে নিতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় শ্রমিকরা উত্তেজিত হয়ে সড়কে এবং কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে হা-মীম গার্মেন্টসসহ অন্যান্য কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের অশান্তি হয়নি।