Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / আমতলীতে বঙ্গবন্ধুর জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি উদযাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

আমতলীতে বঙ্গবন্ধুর জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি উদযাপন

May 28, 2023 09:31:31 PM   দেশজুড়ে ডেস্ক
আমতলীতে বঙ্গবন্ধুর জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি উদযাপন

তালতলী সংবাদদাতা:
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি রবিবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্য ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ র‌্যালী ও আলোচনা সভা।

সকাল ১০ টায় আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জাহের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা  ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান।

বক্তব্য রাখেন  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম শামসুদ্দিন সানু, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, সোহেলী পারভিন মালা,এডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি ও প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা বৃন্দ। উপজেলা আওয়ামী লীগের সহ- সম্পাদক কাউন্সিল মো. জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো, ফরিদ উদ্দিন ম্যালাকার সদস্য মো. মামুন মুন্সী প্রমুখ।