Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / আমতলীতে হত্যা মামলার স্বাক্ষীকে প্রাণনাশের হুমকির অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আমতলীতে হত্যা মামলার স্বাক্ষীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

May 20, 2023 08:06:07 PM   উপজেলা প্রতিনিধি
আমতলীতে হত্যা মামলার স্বাক্ষীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

তৌফিকুর ইসলাম:
বরগুনার আমতলীতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন একটি হত্যা মামলার স্বাক্ষী। শনিবার সকাল ১১টায় আমতলী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন সদর ইউনিয়নের পুজাখোলা গ্রামের মো. মাসুদ মুন্সী (৪২)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্ত্যবে তিনি বলেন, ২০১৫ সালে মাসুদ মুন্সীর ভাগিনা মো. ফরিদকে হত্যা করা হয়। এই মামলার আসামীরা স্বাক্ষী হওয়ায় মামলার আসামী আব্বাস মুন্সী ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তাকেও প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে আসছেন।

তিনি বলেন, স্বাক্ষীর তালিকায় নাম থাকায় মামলার আসামী আব্বাস মুন্সী (৫০), তার ভগ্নিপতি আশ্রাফ আলী এবং আব্বাসের সহযোগি শহিদ হাওলাদার, মজিদ মোল্লা, রহিম মোল্লা, মিরন প্যাদা, ফোরকান মোল্লা দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। সাক্ষী দিলে মাসুদ মুন্সী ও তার পরিবারের সদস্যদের খুন-জখমসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মাসুদ মুন্সী আরও বলেন, বর্তমানে আব্বাস মুন্সী ও তার বাহিনীর ভয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে চলা ফেরা করতে পারছি না।

এ ঘটনায় সন্ত্রাসী আব্বাস মুন্সী (৫০) ও তার বাহিনীর বিচার চেয়ে প্রশাসনের উচ্চমহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন মাসুদ মুন্সী। সংবাদ সম্মেলনে মাসুদ মুন্সীর সাথে উপস্থিত ছিলেন, একই গ্রামের জামাল মুন্সী, বেল্লাল মুন্সী, গেন্দু হাওলাদার, আলম শাহা, ও কাশেম পাহলান প্রমুখ।

এ বিষয় জানার জন্য একাধিকবার আব্বাস মুন্সীর মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ সরকার বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।