Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / আমাদের ঝুঁকি কমেছে: আবহাওয়া অধিদপ্তর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আমাদের ঝুঁকি কমেছে: আবহাওয়া অধিদপ্তর

May 14, 2023 02:49:06 PM   দেশেরপত্র ডেস্ক
আমাদের ঝুঁকি কমেছে: আবহাওয়া অধিদপ্তর

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র উপকূলীয় জেলা কক্সবাজারের টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দক্ষিণ দিয়ে অতিক্রম করে যাচ্ছে। তাই আমাদের যে ঝুঁকি ছিল, তা কমে এসেছে।

রোববার (১৪ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

তিনি বলেন, মিয়ানমারের সিতুই অঞ্চলে দিয়ে ঝড়টি উপকূলে উঠে আসবে। ফলে কক্সবাজার, টেকনাফ এলাকায় যে ঝুঁকিটা ছিল, সেটি অনেকটাই কমে এসেছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, কেন্দ্র অতিক্রম করার সময় মোখার সর্বোচ্চ গতিবেগ থাকবে ১২০ থেকে ১৩০ কিলোমিটার। তাই ঝুঁকি কমে গেলেও সেন্টমার্টিনে এর প্রভাব পড়বে।

এই আবহাওয়াবিদ বলেন, আমরা আশঙ্কা করছি ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের। এতে টেকনাফ, সেন্টমার্টিনে অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।