Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ ইস্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ ইস্যু

March 20, 2023 03:01:55 PM   দেশেরপত্র ডেস্ক
আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ ইস্যু

ঢাকায় পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি পলাতক রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দুবাই থেকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ ইস্যু করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আইজিপি বলেন, ‘দুবাই থেকে আরাভ খানকে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। আরাভ খানের দেশ থেকে পলায়নের ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা জড়িত আছে কি না সেটিও তদন্ত করে দেখা হবে।’

এর আগে শনিবার ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছিলেন, আরাভ খানকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে। তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে যা করা দরকার, তাই করা হচ্ছে।

বন্দরনগরীতে এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর আইজিপি আরাভ খান ইস্যু ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রম ও চিত্রনায়িকা মাহিয়া মাহি ইস্যুতে কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়টি নজরদারিতে আছে। যখন যেখানে যে অপরাধ হচ্ছে পুলিশ সেটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।’

অপর এক প্রশ্নের জবাবে চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে মামলা তদন্তাধীন রয়েছে বলে জানান আইজিপি। বলেন, ‘তার (মাহি) বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আবার আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। মামলা তদন্তাধীন রয়েছে।’