Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / আল্লাহর সংঘটিত মোজেজার ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আল্লাহর সংঘটিত মোজেজার ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা

February 02, 2025 06:42:03 PM   জেলা প্রতিনিধি
আল্লাহর সংঘটিত মোজেজার ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা

কুমিল্লা প্রতিনিধি:
আল্লাহর সংঘটিত মোজেজার ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জেলার লালমাই লেক ল্যান্ড পার্কে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

কুমিল্লা জেলা হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা অঞ্চলের সভাপতি মো. সাইফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. মাহাবুব আলম। তিনি আল্লাহর সংঘটিত মোজেজার বিভিন্ন দিক তুলে ধরে দেশ ও জাতির স্বার্থে সকলকে দল-মত নির্বিশেষে এক কালিমার ওপর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সম্পাদক মো. সেলিম হোসেন, জেলা হেযবুত তওহীদের বাণিজ্য সম্পাদক মো. ফয়সাল কবির। এছাড়া হেযবুত তওহীদের কুমিল্লা সদর থানা সভাপতি মো. ইয়াছিন আরাফাত, লাকসাম থানা সভাপতি মো. সুজন আলীসহ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যরা উপস্থিত ছিলেন।