
১৫ আগস্ট মঙ্গলবার দুপুর ১ টা আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক সাইফুল ইসলাম,আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কোবির হোসেন সরকার, আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক কাদের দেওয়ান।৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ডাক্তার এনামুর রহমান এমপি বলেন বঙ্গবন্ধুকে হত্যা করে তারা এক কালো অধ্যায় রচনা করেছে পৃথিবীতে এমন হত্যাকাণ্ড আর কোথাও ঘটেন শুধু বাঙালি জাতির জন বঙ্গবন্ধু সহ তার পরিবারের উপর কিছু বিপথগামী সেনা সদস্য অতর্কিত হামলা করে সবাইকে হত্যা করে। এই হত্যার মাধ্যমে বাঙালি জাতি হারিয়েছে এক অবিসংবাদীতনেতা। হত্যাকারীরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল দেশ হিসেবে পরিগণিত করবে। আজকে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হয়ে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীতে পরিচিতি লাভ করেছে।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো নির্বাচিত করে দেশের উন্নয়ন অগ্রগতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে আহ্বান জানান।
ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ সুমন ভুঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান সাহেদ।ইয়ারপুর ইউনিয়নের সহ সভাপতি বশির আহমদ ভুঁইয়া সহ আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়ার এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।