
‘সচেতন হোন, ডেঙ্গু প্রতিরোধ করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টায় আশুলিয়া ফ্যান্টাসি কিংডম এর সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক এ র্যালিতে বক্তব্য রাখেন ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি জহিরুল ইসলাম খান লিটন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান শিকদার। বক্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, রোগ বালাই দূরে রাখি। পরিষ্কার রাখি পরিবেশ, মশা মুক্ত বাংলাদেশ। জমা পানি সর্বনাশা, ডেঙ্গু মশা বাঁধে বাসা। তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন। বক্তারা আরও বলেন, শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে সমাজের বিত্তবান থেকে শুরু করে সমাজের সচেতন মহল এগিয়ে আসার আহবান জানান ।