Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আশুলিয়ার রূপায়ন মাঠে অস্ত্র ও হাতবোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আশুলিয়ার রূপায়ন মাঠে অস্ত্র ও হাতবোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

May 09, 2025 08:08:24 PM   অনলাইন ডেস্ক
আশুলিয়ার রূপায়ন মাঠে অস্ত্র ও হাতবোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

আশুলিয়ার রূপায়ন মাঠ এলাকা থেকে দেশীয় একটি আগ্নেয়াস্ত্র, ধারালো রামদা এবং পাঁচটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে ২০২৫) দুপুর ১টার দিকে স্থানীয়রা একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাব হোসেন জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাউন্ডারির ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি লেদ মেশিনে তৈরি দেশীয় পিস্তল, দুটি রামদা এবং পাঁচটি হাতবোমা উদ্ধার করে।”

স্থানীয় বাসিন্দা বেলাল জানান, “প্রথমে ব্যাগে লাল কিছু সদৃশ বস্তু দেখতে পেয়ে আমি লাঠি দিয়ে নাড়াচাড়া করলে বুঝি যে সেগুলো বিস্ফোরক জাতীয় কিছু। এরপর আশপাশের লোকজনকে জানাই এবং একজন পথচারী পুলিশে খবর দেন।”

এদিকে, পুলিশ জানিয়েছে—কে বা কারা এসব অস্ত্র ও বিস্ফোরক রেখে গেছে তা এখনও নিশ্চিত নয়, তবে তদন্ত চলছে। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।