Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আশুলিয়ার জামগড়ায় দুই রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আশুলিয়ার জামগড়ায় দুই রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা

February 16, 2023 06:05:55 PM   স্টাফ রিপোর্টার
আশুলিয়ার জামগড়ায় দুই রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা  জরিমানা

আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের জামগড়া চৌরাস্তায় স্বনামধন্য দুটি রেস্টুরেন্টের একটি হচ্ছে আঁখি রেস্টুরেন্ট, অন্যটি ক্যাফে ঊষা। ফ্যান্টাসি কিংডমের অতি নিকটে অবস্থিত এই দুইটি রেস্টুরেন্ট এখানে বেড়াতে আসা পর্যটকদের খাবার ও নাস্তার একমাত্র মাধ্যম হচ্ছে এই দুইটি রেস্টুরেন্ট। জানা যায়, রেস্টুরেন্টগুলোতে রয়েছে বিভিন্ন ধরণের খাদ্যসমগ্রী। এ দুটির রেস্টুরেন্টগুলোর বাইরের দৃশ্য চকচকে থাকলেও খাবার তৈরির জায়গা দেখলে আঁতকে উঠবে সচেতন মানুষ। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার পরিবেশন করা হয় চাকচিক্য পরিবেশে।

এদিকে বুধবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নের জামগড়া চৌরাস্তায় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত এর নেতৃত্বে আখি রেস্টুরেন্ট ও ক্যাফে ঊষা এই দুটি  হোটেলে অভিযান চালিয়ে (৩৫) হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত। আখি রেস্টুরেন্টকে কাঁচা  মাছের সাথে রান্না খাবার ফ্রিজে রাখায় ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  ক্যাফে ঊষা রেস্টুরেন্টের ফ্রিজে তেলাপোকা ও তেলাপোকার বিষ্ঠা পাওয়ায় ক্যাফে ঊষা ম্যানেজারকে (২০) হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সিনিয়র সহকারী  কমিশনার ও এক্সিকিউটি  ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত বলেন, জনগণ আপনাদের হোটেলে  খেতে আসে, মাঝেমধ্যে আমরাও খেতে আসি। তারা  অস্বাস্থ্যকর পরিবেশে খাবার  রাখে। এভাবে চলতে থাকলে  জনগন রেস্টুরেন্টের উপর আস্থা হারাবে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।