Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আশুলিয়ায় ৮শ' বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আশুলিয়ায় ৮শ' বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

February 16, 2023 05:41:18 PM   স্টাফ রিপোর্টার
আশুলিয়ায় ৮শ' বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়ার বিভিন্ন এলাকায় আটশত বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। বুধবার বেলা ১১টায় সাভার  তিতাস গ্যাস ট্রান্সমিশন বিপণন কোম্পানির অভিযানে আশুলিয়া থানা দিন বাঘ বাড়ি, মাদ্রাসা মার্কেট ও রংপুর মার্কেট সংলগ্ন ৪ কিলোমিটার এলাকায় আটশ বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সাভার  তিতাস গ্যাস ট্রান্সমিশন বিপণন কোম্পানি ম্যানেজার আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, এলাকাগুলোতে  বারবার অভিযান পরিচালনা করা হয়েছে। কিছু অসাধু দালাল চক্র বারবার লাইন সংযোগ দিয়ে সরকারের রাজস্ব  ফাঁকি দিচ্ছে। উচ্চচাপ বিশিষ্ট গ্যাস লাইন থেকে  প্লাস্টিকের পাইপ দিয়ে গ্যাস সংযোগ করা হয়। এখানে অসচেতনতায় ঘটতে পারে যেকোনো দূর্ঘটনা। আমার আওতাধীন এলাকায় একটি অবৈধ সংযোগ থাকা অবস্থায় অভিযান চালিয়ে যাবো। এক জায়গায় বারবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পরও কিছু দুষ্কৃতিকারী সংযোগ দিয়ে  আসতেছে তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

অভিযানকালে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত আশুলিয়া জামগড়া ক্যাফে ঊষা রেস্টুরেন্টে অবৈধ গ্যাস সংযোগ থাকায় দশ হাজার টাকা জরিমানা করা হয়।