Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আ.লীগ নেতার নগদ অর্থ ও ত্রাণ বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আ.লীগ নেতার নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

July 15, 2022 04:15:36 AM  
আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আ.লীগ নেতার নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

আশুলিয়া সংবাদদাতা:
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড ঘোষবাগ প্রাইমারি স্কুল সংলগ্ন মহাসিন ভূঁইয়ার বাড়িতে গত মঙ্গলবার গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাড়ির ২৫টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। ভাড়াটিয়াদের রুমের আসবাবপত্রসহ দামী মালামালসহ প্রয়োজনীয় সকল সামগ্রী পুড়ে ছাঁই হয়ে যায়। দেড় ঘণ্টা পর ডিইপেজট ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গার্মেন্টস শ্রমিকরা ঈদের ছুটিতে বাড়িতে থাকায় ঘরের কোন আসবাবপত্র কিছুই বের করতে সক্ষম হয়নি বাড়ির মালিক।

জানা যায়, মহাসিন ভূঁইয়ার বাড়িতে থাকা ভাড়াটিয়া পরিবারগুলো ব্যাপকভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সুমন আহমেদ ভূঁইয়া তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গত বুধবার সকাল ১১টায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ আর্থিক সহযোগিতা ও ত্রাণসামগ্রী বিতরণসহ সকলের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন তিনি। এছাড়াও প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য নগদ আর্থিক সহযোগিতা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে তাদেরকে সকল সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

এলাকাবাসীর দাবি, ইয়ারপুর ইউনিয়ন এলাকায় লক্ষ লক্ষ শ্রমিকের বসবাস। প্রায় ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। ডিইপিজেট থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে অনেক সময় লাগে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে সব কিছু পুড়ে ছাঁই হয়ে যায়। অতি দ্রুত একটি ফায়ার সার্ভিস ষ্টেশন যেন এই ইয়ারপুর ইউনিয়ন স্থাপন করার দাবি জানান তারা।

বাড়ির মালিক মহসিন ভূইয়া বলেন, আমার সবকিছু পুড়ে ছাই বর্ষ হয়ে গিয়েছে। আমার মাথা গোজার ঠাই নেই এখন আমি অসহায় অবস্থায় বসবাস করছি। আমার প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে লোন নিয়ে আমি বাড়ি করেছি। আমি এখন পথে বসেছি, কোথা থেকে ব্যাংকের ঋণ পরিশোধ করব । তাই সরকারের কাছে আমার নিবেদন ঋণকে মওকুফ করে দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য।