Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে...

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

July 28, 2022 12:59:26 AM  
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

দাউদুল ইসলাম নয়ন:
আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব উদ্যোগে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আশুলিয়া ৪নং ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান শারীরিক অসুস্থতা থাকায় রোগমুক্ত কামনায় আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম জয় হেলাল শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ফারুক হাসান তুহিন।

আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু, সাভার উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জমত আলী দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশাররফ হোসেন মুসা, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক সদস্য অধ্যাক্ষ আব্দুল কাদের দেওয়ান, আশুলিয়াথানা আওয়ামী যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক  সুমন আহম্মেদ ভূঁইয়া, আশুলিয়া থানা যুবলীগের নেতা জনাব রাজু দেওয়ানসহ  ছাত্রলীগ, যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার হালিম মৃধাসহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি যুগান্তর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মেহেদী হাসান মিঠু, আশুলিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান  লিঠন, ঢাকা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ মোঃ ফরিদ আহমেদ চিশতি, সহ-সভাপতি মোঃ কলিম উদ্দিন প্রামানিক, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক কহিরুল ইসলাম খাইরুল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ইমুসহ সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইয়ারপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান শারীরিক সুস্থতা কামনা  মোনাজাতের মাধ্যমে বলেন আমাদের ইয়ারপুর বাসির অভিভাবক সৈয়দ আহমেদ ভূঁইয়া সুস্থ হয়ে ফিরে আসে এবং তার দীর্ঘায়ু কামনা করেন। তিনি আমাদের মধ্যে ফিরে এসে  ইউনিয়নের উন্নয়ন কাজগুলোকে আবারও এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন।