
ঢাকা উত্তর সংবাদদাতা:
আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নে নৌকা ডুবে রোজিনা আক্তার (২৫) পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকাল সাড়েটার দিকে তৈয়বপুর ৯নং ওয়ার্ডে তুরাগ নদীর সংযোগ বিলে এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই নারী শ্রমিক পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলো। অতিরিক্ত যাত্রী বহনের কারণ এবং নৌকাটি অনেক পুরাতন থাকায় এই দূর্ঘটনায় ঘটেছে। ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এসময় সবাই তীরে উঠতে পারলেও নিখোঁজ হন রোজিনা আক্তার। নিহতের গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ থানার নয়াপাড়া গ্রামের আশিকুর রহমান স্ত্রী। তিনি আশুলিয়ায় একটি পোশাক কারখানা চাকরি করতেন। এসময় সবাই তীড়ে সাঁতার কেটে উঠতে পারলেও অন্তঃসত্বা রোজিনা বেগম নিখোঁজ হন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ ইদ্রিস হোসেন বলেন, নৌকাডুবির ঘটনা শুনতে পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করি এবং আমাদের উদ্ধার কার্যক্রম শেষ করি। আশুলিয়া থানার এস আই নূর মোহাম্মদ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন এবং আইনি প্রক্রিয়া শেষে তার নিজ বাড়িতে প্রেরণ করবে বলে জানান।