Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আশুলিয়ায় অধ্যক্ষ উৎপল কুমার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আশুলিয়ায় অধ্যক্ষ উৎপল কুমার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

June 28, 2022 11:01:53 PM  
আশুলিয়ায় অধ্যক্ষ উৎপল কুমার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আশুলিয়া সংবাদদাতা:
সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন করা হয়।

এরআগে গত শনিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে আশরাফুল ইসলাম জিতু (১৬) নামের এক শিক্ষার্থীর আঘাতে আহত হন তিনি। পরে গত সোমবার (২৭ জুন) ভোর সোয়া ৫টার দিকে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, শিক্ষক উৎপল সরকার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। তিনি প্রায় ১০ বছর ধরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের কলেজ শাখার রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং শৃংখলা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। শৃংখলা কমিটির সভাপতি থাকার কারণে সকল ছাত্রদের সকল আচরণগত সমস্যা নিয়ে কাউন্সেলিং করতে হতো তাকে। শিক্ষার্থী জিতু (১৬) আশুলিয়ার চিত্রশাইল এলাকার উজ্জ্বল হাজীর ছেলে। সে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক বখাটে ছাত্র। এরপর ওই ছাত্রকে শাসন করেন উৎপল। এর জের ধরে গত শনিবার দুপুর আড়াইটার দিকে সে শিক্ষকের ওপর হামলা চালায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুনি জিতুকে গ্রেফতার, জিতুর সাথে জড়িত অন্যদের পরিচয় প্রকাশ ও বিচারের আওতায় আনা, জিতুকে পালানোয় সাহায্যকারী তার পরিবারকে বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়াও নিহত শিক্ষক উৎপল কুমারের পরিবারকে সর্বোচ্চ আর্থিক ক্ষতিপূরণের দাবিও জানানো হয় মানববন্ধনে।