Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / আসন্ন বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আসন্ন বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা

May 21, 2023 07:32:00 PM   জেলা প্রতিনিধি
আসন্ন বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা

বরিশাল সংবাদদাতা:
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশননির্বাচন-২০২৩ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর সম্মেলন কক্ষে এ সম্মেলন হয়।

সভায় বিএমপি পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে সকলের পারষ্পরিক সহযোগিতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন

সিটি কর্পোরেশনের জনসাধারণ যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে উপস্থিত সকলকে কাজ করার আহ্বান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) আবু আহাম্মদ আল মামুন, রির্টানিং অফিসার (বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩) মোঃ হুমায়ুন কবির, সিও র‌্যাব -৮ বরিশাল লেঃ কর্ণেল মাহমুদুল হাসান, পিবিজিএম, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার,  উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মুহাম্মদ আবু নাসের, উপ-অধিনায়ক (পুলিশ সুপার) ১০ এপিবিএন মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি.এম আশরাফ উল্যাহ তাহেরসহ বিএমপি’র অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, জেলা আনসার ও ভিডিপি, নৌ পুলিশসহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধিগণ।