Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / ইউএনও’র নাম ভাঙ্গিয়ে হামলা, অবশেষে মুচলেকা দিয়ে মুক্তি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইউএনও’র নাম ভাঙ্গিয়ে হামলা, অবশেষে মুচলেকা দিয়ে মুক্তি

April 24, 2024 07:08:10 PM   উপজেলা প্রতিনিধি
ইউএনও’র নাম ভাঙ্গিয়ে হামলা, অবশেষে মুচলেকা দিয়ে মুক্তি

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ভাঙিয়ে দৈনিক দেশেরপত্রের দুই বিক্রয় প্রতিনিধির উপর হামলা করে পত্রিকা ছিনিয়ে নেয়া এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন অভিযুক্তরা।

গত ১৩ এপ্রিল আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন চন্দনদিঘী বাজারে এই হামলার ঘটনা ঘটে। পরে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জড়িতদেরকে নিজ কার্যালয়ে ডেকে পাঠান এবং অভিযুক্ত ব্যক্তিরা ক্ষমা চেয়ে মুচলেকা প্রদান করেন।

জানা যায়, গত ১৩ এপ্রিল চন্দনদিঘী বাজার এলাকায় ফেরি করে দৈনিক দেশেরপত্র পত্রিকা বিক্রি করছিলেন ২ বিক্রয় প্রতিনিধি, যারা অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের সদস্য। এসময় স্থানীয় মসজিদের এমাম আব্দুর রহমান সহ আরো বেশ কয়েকজন উগ্রপন্থী সন্ত্রাসী প্রকৃতির লোক তাদের উপর চড়াও হয় এবং মারধর করে। চন্দনদিঘী বাজার কমিটির সভাপতি তালুকদার শহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম এই পত্রিকা জব্দ করার নির্দেশ দিয়েছেন, এমনটা দাবি করে তারা পত্রিকা ছিনিয়ে নেয় এবং আগুনে পুড়িয়ে দেয়। পরে যোগাযোগ করলে বাজার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয়েই জানান, তারা এ ধরনের কোনো নির্দেশ দেন নি।

ইউএনওর কাছে এ ব্যাপারে অভিযোগ করলে তিনি অভিযুক্তদেরকে নিজ কার্যালয়ে ডেকে পাঠান। ২৩ এপ্রিল মঙ্গলবার ইউএনওর কার্যালয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ ঘটনায় ক্ষমা চেয়ে মুচলেকা প্রদান করেন ইমাম আব্দুর রহমান সহ অভিযুক্ত ব্যক্তিরা। এসময় ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রমে না জড়ানোর প্রতিশ্রুতি দেন তারা।

একজন সরকারি কর্মকর্তার দোহাই দিয়ে এমন বেআইনী কাজ অত্যন্ত নেক্কারজনক বলে মন্তব্য করেছেন ইউএনও মনজুরুল আলম। তাছাড়া ধর্মীয় লেবাস ধারণ করে সন্ত্রাসী আচরণ অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। ঘটনাটি স্থানীয় বিভিন্ন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।