Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / ইউপি কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানকে গুলি করে হত্যা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইউপি কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানকে গুলি করে হত্যা!

September 30, 2024 06:49:13 PM   উপজেলা প্রতিনিধি
ইউপি কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানকে গুলি করে হত্যা!

ভেড়ামারা প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের রানিং (ইউপি) চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার বেলা ১২টার দিকে ফিলিপনগর ইউপি চেয়ারম্যানের  কার্যালয়ে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের কাজ করছিলেন চেয়ারম্যান সেন্টু। এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই চেয়ারম্যান সেন্টুর মৃত্যু হয়।

পরে এ বিষয়ে তিনি আরো বলেন ঘটনার পরে ওই এলাকায় অনেক খারাপ অবস্থায় রয়েছে। তবে তাদের পক্ষ থেকে অনেক পরিমাণের পুলিশ মোতায়েন করা আছে এলাকার নিয়ন্ত্রণের জন্য এবং তিনি আরো বলেন যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।