
শফিউল আলম সম্রাট:
শেরপুর জেলায় ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দের বিরুদ্ধে জেলা প্রশাসকের কার্যালয়ে স্বারকলিপি প্রদান এবং মানববন্ধন করেছে শেরপুর জেলা হেযবুত তাওহীদ। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
হেযবুত তাওহীদ সংগঠনের নেতৃবৃন্দরা জানায়, ইত্তেফাকুল উলামা নামের একটি সংগঠনের নেতৃবৃন্দরা কয়েকমাস থেকে হেযবুত তাওহীদের কর্মীদের উপর হামলা ও হত্যার হুমকি দিয়ে আসছে এবং ২৫শে অক্টোবর কোর্ট মসজিদের সামনে নিরিহ হেযবুত তাওহীদের কর্মীদের বিরুদ্ধে মানববন্ধন এবং উসকানিমুলক বক্তব্য দেয়। আমরা এখন নিরাপত্তা হীনতায় ভুগছি।
তারা আরো জানায়, উদ্ভুত পরিস্থিতিতে জামিয়া সুলতানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সুলতান মিয়া, ইত্তেফাকুল উলামা সংগঠনের জেলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাশেমি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত অন্যান্যদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
হেযবুত তাওহীদের শেরপুর জেলার সভাপতি মমিনুর রহমান বলেন, মাদ্রাসার প্রিন্সিপাল সুলতান মিয়া এবং ইত্তেফাকুল উলামার লোকজন হেযবুত তাওহীদের নিরিহ কর্মীদের উপর বারবার হামলা করে যাচ্ছে এবং শ্রীবর্দী উপজেলার হেযবুত তাওহীদের কয়েকজন কর্মীদের বাড়িতে উঠতে দিচ্ছে না। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে আমরা আজ মানববন্ধন করেছি এবং সরকারের কাছে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোড় দাবি জানাই।