Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ইবি উপাচার্যের কার্যালয়ে দফায় দফায় হট্টগোল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইবি উপাচার্যের কার্যালয়ে দফায় দফায় হট্টগোল

March 05, 2025 03:46:36 PM   অনলাইন ডেস্ক
ইবি উপাচার্যের কার্যালয়ে দফায় দফায় হট্টগোল

ইবি প্রতিনিধি:
রেজিস্ট্রার পদে নিয়োগকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসির কার্যালয়ে দফায় দফায় বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী উত্তেজিত হয়ে বলেন, ‘ভিসি কিভাবে তার পদে থাকে তা আমি দেখে নিবো।’ একই দিন রাতে বহিরাগতদের সঙ্গে একাধিক মিটিং করেছেন ড. এয়াকুব, যা ক্যাম্পাসে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে চাপে ফেলতে ও ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করতে তিনি বহিরাগতদের সঙ্গে মিটিং করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাটির জেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও, শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বহিরাগতদের সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা গেছে। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

একটি সূত্র জানিয়েছে, সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে বাকবিতণ্ডার পর রাতে বহিরাগতদের সঙ্গে একান্ত বৈঠক করেন প্রো-ভিসি ড. এম এয়াকুব আলী। মাগরিবের পর ঝিনাইদহের ত্রিবেণী ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি আবু জাফর মোল্লা ও সাধারণ সম্পাদক লাভলু মন্ডলের সঙ্গে মিটিং করেন তিনি। এছাড়া ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও মাসুদ রুমি মিথুনের সঙ্গেও বৈঠক করেন প্রো-ভিসি। তবে এসব বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। কয়েকজন শিক্ষক ধারণা করছেন, উপাচার্যকে দেওয়া হুমকির সঙ্গে এ বৈঠকের সম্পর্ক রয়েছে।

এ বিষয়ে প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী জানান, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলোচনা হয়েছে। জিয়া পরিষদের শিক্ষক ও বিএনপিপন্থী কর্মকর্তারা কোনো ধরনের হুমকির শিকার হয়েছেন কিনা, সে বিষয়েই মূলত কথা হয়েছে।