
লোকমান হোসাইন, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:
২০২২-২০২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসুচীর আওতায় আসন্ন ঈদ-উল- আযহা উপলক্ষে সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীর ৭ ইউনিয়নে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য (চাল) পেলেন ১২ হাজার ৬শ’ পরিবার। উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী এ চাল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সূত্রে জানা গেছে, জনবল কাঠামোগত দিক বিবেচনা করে উপজেলার ৭ ইউনিয়নের মধ্য ঝিনাইগাতী সদর ইউনিয়নে ২ হাজার ১ শত ৭০ জন, হাতীবান্ধা ইউনিয়নে ৯ শত ২৬ জন, মালিঝিকান্দা ইউনিয়নে ১ হাজার ৯ শত ৬২ জন, ধানশাইল ইউনিয়নে ১ হাজার ৬ শত ৮৩ জন, কাংশা ইউনিয়নে ২ হাজার ৪ শত ৪২ জন, নলকুড়া ইউনিয়নে ২ হাজার ১ শত ৯০ জন এবং গৌরীপুর ইউনিয়নে ১ হাজার ২ শত ২৭ জন সহ মোট ১২ হাজার ৬ শত হত-দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।
এসময় স্ব-স্ব ইউপি চেয়ারম্যান, ট্যাগ অফিসার ও ইউপি সদস্যগণ উপস্থিত থেকে এসব চাল সুষ্ট ভাবে বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান উক্ত চাল বিতরণকালে বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেন।
এসব চাল বিতরণে কোথাও কোন অপ্রীতিকর টনার খবর পাওয়া যায়নি। পবিত্র ঈদ-উল- আযহার দু'দিন আগে বিনামুল্যে এসব চাল পেয়ে হত-দরিদ্র পরিবারগুলোর মাঝে তৃপ্তির হাসি দেখা গেছে।