Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লালবাগে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লালবাগে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

September 29, 2023 11:39:25 AM   দেশেরপত্র ডেস্ক
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লালবাগে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে  খানকায়ে কুশায়ী দরবার এর আয়োজনে ১৬৫ লালবাগ রোড শেখ সাহেব আর্থ ওসমন প্যালেসের নিচতলায় এক বিরাট  আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।বুধবার বাদ এশা এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন, হযরত সৈয়দ নুরুদ্দিন ( র:আ:) (বড়বাবা) এবং আলেমে দীন ফাখরে তারীকত শাহ সূফি হযরত মাওলানা সোলেমান (র: আ:) চকবাজার শাহী মসজিদের খতিবের নাতী হাফেজ কারী সৈয়দ সাইদুর রহমান। এর আগে নাদে রাসুল গেয়ে শোনান খাজা নকীব। আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিনের সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, সানি মাহতাব, সাফায়েত উল্লাহ চিশতি সাবেরী মো: মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ  খানকায়ে কুশায়ীয়ের ভক্ত ও আশেকানরা।