Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশের মতবিনিময় সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশের মতবিনিময় সভা

March 16, 2025 08:40:54 PM   অনলাইন ডেস্ক
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশের মতবিনিময় সভা

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন এবং সড়ক যানজটমুক্ত রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) মহাসড়কের ঘিওর উপজেলার তরা (ক্রসব্রিজ) ও বানিয়াজুরী বাসস্ট্যান্ডে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন। এরপর তিনি পাটুরিয়া ঘাট পরিদর্শন করেন এবং সেখানেও এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

সভাগুলোতে উপস্থিত ছিলেন ঘিওর থানার ওসি তদন্ত মোহাম্মদ কোহিনুর মিয়া, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মো. জাহাঙ্গীর বিশ্বাস, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. আর. আনসারী বিল্টু, ঘিওর থানার এসআই মোহাম্মদ নুরুল ইসলাম, বানিয়াজুরী ইউপি সদস্য মো. রাজা নিয়াসহ ঘিওর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

মহাসড়কটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যানবাহনের জন্য গুরুত্বপূর্ণ পথ। পদ্মা সেতু চালুর পর এই মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কমলেও ঈদযাত্রায় যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।