Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / উত্তরায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

উত্তরায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেফতার

May 30, 2023 06:48:51 PM   নিজস্ব প্রতিবেদক
উত্তরায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেফতার

রাজধানীর উত্তরা এলাকা হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ০২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। সোমবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার উত্তরা আজমপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নীলফামারীর ডোমার মোঃ শফিকুল ইসলামকে গ্রেফতার করে।

এছাড়া একইদিন অপর এক অভিযানে উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদ্দিন রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ২টি মামলায় ০১ বছর করে ০২ বছর ও অপর ১টি মামলায় ০৬ মাস করে সর্বমোট ০২ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী চট্টগ্রামের বাকলিয়া থানার মহিউদ্দিন আলী নাজির (৩২) কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানায়। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।