Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / উলিপুরে ৭ দিনব্যাপী বইমেলার উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

উলিপুরে ৭ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

February 22, 2025 06:07:06 PM   অনলাইন ডেস্ক
উলিপুরে ৭ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

“উলিপুরের বইমেলা হোক রংপুর অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলা” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে ৭ দিনব্যাপী ২৯তম উলিপুর বইমেলা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের উলিপুর শহীদ মিনার চত্বরে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এই মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

ফ্রেন্ডস ফেয়ার উলিপুরের আয়োজনে অনুষ্ঠিত বইমেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও কলামিস্ট, দৈনিক প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।

ফ্রেন্ডস ফেয়ার উলিপুরের স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান করিম লালনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফেয়ার উলিপুরের প্রতিষ্ঠাতা সদস্য জুলফিকার আলি সেনা, এমএস আমীন রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক শামীম আকতার আমীন, উলিপুর উপজেলা স্কাউটের কমিশনার রফিকুল ইসলাম আনছারী, প্রথম আলোর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জাহানুর রহমান খোকন প্রমুখ।

সপ্তাহব্যাপী বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এবারের মেলায় ১০টি স্টলে দেশবরেণ্য লেখকদের বই পাওয়া যাচ্ছে, যা স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের আকৃষ্ট করছে।

মেলার প্রতিদিনের আয়োজনের মধ্যে রয়েছে নৃত্যানুষ্ঠান, শিশুদের কুইজ প্রতিযোগিতা, ছড়া ও কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলা উদযাপন কমিটির সদস্যরা জানিয়েছেন, এ আয়োজন উলিপুরের সাহিত্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।